আনুশকার হারানোর ভয়
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সম্পর্কের কথা শেষ পর্যন্ত স্বীকার করলেন আনুশকা শর্মা। কোহলির সঙ্গে রীতিমতো চুটিয়ে প্রেম করছেন তিনি। তাও আবার ভালোবাসায় বুঁদ হয়ে!
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রকার স্বীকারোক্তিই দিলেন আনুশকা। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আসলেই তার ও কোহলির মধ্যে প্রেম চলছে কি না?
সোজাসাপ্টা উত্তর না দিলেও কথাটা অস্বীকার করেননি আনুশকা, আমি কখন লুকাতে গেলাম? আমি খুব খোলামেলাভাবেই জীবন কাটাই। আমি কখনো কোনো কিছু অস্বীকার করিনি। লুকাতেও যাইনি। তবে এটা সত্যি যে আমি নিজের ব্যক্তিগত জীবন কম বলতে ভালোবাসি। নিশ্চয়ই বাড়ির ছাদে উঠে চিৎকার করে নিজের ব্যক্তিগত কথা বলব না। মানুষ অনেক কিছু দেখেন। তারা দেখতেই পারেন, তা নিয়ে ভাবতেই পারেন। কথা বলতেই পারেন। খারাপ কিছুও ধরে নিতে পারেন। কিন্তু আমি তা নিয়ে কোনো মন্তব্য করব না।
বলিউডের অভিনেত্রী আরো বলেন, আমি এটাও জানি, সম্পর্কের বিষয় নিয়ে খোলাখুলি কথা বললে তার মধ্যকার পবিত্রতা নষ্ট হয়ে যায়। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, ভাই, বন্ধুদের সঙ্গে সম্পর্ক কিংবা আমার পার্টনারের সঙ্গে সম্পর্ক- সবটাই খাঁটি। এগুলো আমি নিজের মধ্যে রাখতেই পছন্দ করি। আমি এগুলো হারাতে চাই না।
কোহলি সম্পর্কে তিনি নাকি মুখে কুলুপ এঁটে থাকেন, সংবাদমাধ্যমের এই অভিযোগ অস্বীকার করেছেন আনুশকা।