চেয়ারম্যানপ্রার্থী বাবার জন্য নির্বাচনী গান লিখলেন সাইমন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০৯ নভেম্বর ২০২১

চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক। বাবার নির্বাচনী প্রচারণার জন্য গান লিখেছেন। কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তার বাবা স্থানীয় রাজনীতিবিদ মো. সাদেকুর রহমান।

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাদেকুর রহমান। বেশ জমে উঠেছে নির্বাচন।

বিজ্ঞাপন

“পোড়ামন’খ্যাত নায়ক সাইমন সাদিক বাবার জন্য গান লেখার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‌‘বায়া দে’ এই শিরোনামে আব্বুর নির্বাচনী গান লিখে ফেললাম, মারাত্মক রিস্ক নিয়ে।”

গানে কণ্ঠ দিয়েছেন এবং মিউজিক করেছেন তারই বন্ধু শাহরিয়ার রাফাত। আগামী ১১ নভেম্বর গানটি সবার জন্য উন্মুক্ত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ভোট চেয়েছেন এলাকাবাসীর কাছে।

সাইমন এ প্রসঙ্গে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আব্বু এবার নৌকার মাঝি। কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সব সদস্যের প্রতি। সবার কাছে দোয়া চাই।’

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।