নারায়ণগঞ্জে ৭ খুন : অগ্রগতি প্রতিবেদন দাখিল


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৮ নভেম্বর ২০১৪

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় উচ্চ আদালতে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয় গঠিত কমিটি। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতেৃত্বে গঠিত কমিটি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করেন।

একইসঙ্গে এই ঘটনার তদন্ত থেকে সিআইডিকে বাদ দেয়ার আপিল বিভাগের আদেশের কপিও রাষ্ট্র পক্ষকে জমা দিতে বলেছেন আদালত। আগামী ১০ ডিসেম্বরে এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয় জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া নদীতে। অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

নূর হোসেন ও তার সহযোগীরা র‌্যাবকে ছয় কোটি টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করিয়েছেন বলে নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১-এর ওই সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাকে অবসরে পাঠানো হয়। এরপর হাইকোর্টের নির্দেশে র্যাবের সাবেক তিন কর্মকর্তা গ্রেপ্তার হন। হাইকোর্টের নির্দেশের পর গত ৭ মে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।