চলচ্চিত্র দিবসে বর্ণাঢ্য আয়োজন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫

বিশ্ব চলচ্চিত্র দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি আগামী ২৮ ডিসেম্বর আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছে।

আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এবারের প্রতিপাদ্য ‘বিশ্ব চলচ্চিত্র দিবস ও আমাদের চলচ্চিত্র ঐতিহ্য’।

সভায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেবেন চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান ও কাজী হায়াৎ এবং ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নাদির জুনায়েদ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।