বিশ্বকাপ প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৫

জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। দলের প্রস্তুতিতে সন্তুষ্ট বলে জানালেন প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।

টানা দুই সপ্তাহের অনুশীলনের শেষ দিনে সিনিয়র দলের সঙ্গে ম্যাচ শেষে কোচ বলেন, ‘প্রস্তুতি খুব ভালো হয়েছে। আজকে নিয়ে আমরা টানা দুই সপ্তাহ অনুশীলন করলাম। এর আগে এক সপ্তাহ কক্সবাজারে অনুশীলন করেছি। এখানে চারটা ম্যাচ খেললাম। এটা বিশ্বকাপের আগে আমাদের শেষ প্রস্তুতি ছিল। প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট।’

দলের প্রস্তুতি নিয়ে কোচ আরও বলেন, ‘কাজ মোটামুটি আমরা এগিয়ে নিয়েছি। আজকে পর্যন্ত টপ অর্ডার নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে আজকে ইমন রান করেছে। তাতে আমি সন্তুষ্ট। আর যারা অফ ফর্মে রয়েছে, আশা করি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারা ফর্মে ফিরে আসবে।’

তবে দলের মূলশক্তি বোলিংকে উল্লেখ করলেন কোচ। স্পিনাররা স্লো ট্র্যাকের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে ভালো করায় দারুণ প্রত্যয়ী বাবুল। দলের মূল সামর্থ্য স্পিন হলেও পেস বোলিংটাও খারাপ নয় বলে জানান তিনি। এছাড়া ফিল্ডিংটাও আমরা ভালো করছেন বলে জানান কোচ। তবে ব্যাটিংটা আর একটু ভালো হলে কিছু করার মত ক্ষমতা দলের রয়েছে বলেও জানান তিনি।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।