নববর্ষে কক্সবাজারে তারার মেলা


প্রকাশিত: ০৩:১২ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

ইংরেজি নববর্ষে কক্সবাজারে বসছে তারার মেলা৷ একই মঞ্চে দর্শক মাতাবে নগর বাউল, এলআরবি, জলের গান, চিরকুট, মিলা, মাকসুদ ও ঢাকা, ভাইকিংস, শফি মন্ডল, কিরন চন্দ্র রায়, ভারতের সোমলতা ও অনুপম রায়সহ জনপ্রিয় শিল্পীরা৷

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকাবেলায় তিন দিন ধরে চলবে বছরের সবচেয়ে বড় এই উৎসব৷ ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি তিন দিনব্যাপি মেলায় নতুন করে সাজবে কক্সবাজারের সমুদ্র সৈকত৷ নতুন বছরের প্রথম প্রহরে গানে গানে স্বাগত জানাতে মঞ্চে থাকছেন জেমস্৷ প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত টানা চলবে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা৷ সেই সঙ্গে দিনভর থাকছে উৎসবের নানান আয়োজন৷  

বিচ কার্নিভ্যালের আয়োজন করছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসন৷ বিচ কার্নিভ্যালে পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড৷

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী ৩১ ডিসেম্বর কক্সবাজার সৈকতে বিচ কার্নিভ্যালের উদ্বোধন হবে সকাল ১০টায়৷ তিন দিনের এই আয়োজনে দেশের সেরা শিল্পীদের গান, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, নৃত্য পরিবেশনা, আতশবাজিসহ নানান আয়োজন থাকবে৷ পুরো সৈকত সাজবে বর্নীল রঙে৷

মেলায় অন্যান্য অনুষঙ্গের মধ্যে থাকছে বর্ণীল খাবারের প্রদর্শনী, লোক শিল্পের পসরা, সারা দেশের পর্যটন আকর্ষনগুলোকে তুলে ধরার আলাদা আয়োজন, ঘুড়ি উৎসব, প্রদর্শনী, বিচ ক্রিকেট টুর্নামেন্ট, সার্ফিং, বালুর ভাষ্কর্য তৈরি, আলোকচিত্র প্রদর্শনীসহ নানান আয়োজন৷ কার্নিভ্যালে পুরো বিচ এলাকা সাজবে নতুন রূপে৷ সেই সঙ্গে সৈকত পরিচ্ছন্ন রাখার মতো বিশেষ সচেনতামূলক কর্মসূচিও থাকবে কার্নিভ্যালে৷ বিচ কার্নিভ্যালে ১০ লাখ লোক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকেরা৷ কক্সবাজারের পুরো সৈকতজুড়ে দর্শকদের জন্য থাকছে উৎসবের চমক৷ কক্সবাজার সমুদ্র সৈকতের প্রচারণায় এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন৷

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।