শিল্পকলায় সৈয়দ শামসুল হকের জন্মবার্ষিকী


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আগামী রোববার, ২৭ ডিসেম্বর তিনি ৮০তম বছরে পা রাখবেন। জন্মবার্ষিকী উপলক্ষে লেখকের জীবন ও কর্ম নিয়ে সৈয়দ হক জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সৈয়দ হক জয়ন্তী অনুষ্ঠানে আলোচনায় অংশ নিবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এম,পি, শ্রদ্ধেয় নাট্যজন রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী, ড. মোহাম্মদ সামাদ।

স্বাগত বক্তব্য রাখবেন সৈয়দ হক জয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য সচিব আকতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দ হক জয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাট্যজন আতাউর রহমান।

উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, অদিতী মহসীন। এবং নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব ও আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট আবৃত্তিকার হাসান আরিফ।

এলএ

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।