৬ শতাধিক যাত্রীসহ থাই জাহাজ আটক
সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ১৪ মাঝিসহ অবৈধ পথে মালেশিয়াগামী ছয় শতাধিক যাত্রীসহ একটি থাই জাহাজ উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। সোমবার দুপুরে সেন্টমার্টি থেকে ১শ নটিকেল মাইল দূরে বঙ্গোপসাগর তাদের উদ্ধার করা হয়।
নৌ-বাহিনীর চট্রগ্রাম নৌ ঘাটির চোরাচালান প্রতিরোধ দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মন্ডার মো. জসিম উর জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১শ নটিকেল মাইল দূরে মালয়েশিয়া যাত্রীসহ একটি জাহাজ দেখতে পায়। পরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ টহল দূর্জোয় সাগরে মালয়েশিয়া যাত্রাকালে জাহাজটিকে ধাওয়া করে প্রায় ছয় শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ একটি থাইল্যান্ডের জাহাজ উদ্ধার করে। আটিককৃতদের মধ্যে ১৪ মাঝিমাল্লা রয়েছে।
নৌ-বাহিনীর সের্ন্টমাটিন ষ্টেশন কর্মন্ডার লে.মোস্তাফা কামাল জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে জাহাজসহ আটক ব্যাক্তিদের ঘটনাস্থল থেকে সেন্টমার্টিনে নিয়ে আনা হচ্ছে।