শিক্ষামন্ত্রী বিএসআরএফ সংলাপে অংশ নিবেন মঙ্গলবার


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নিবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার দুপুর ১২টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ এ সংলাপের আয়োজন করেছে। বিএসআরএফ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার জানান, সংলাপে শিক্ষা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি সম্পর্কে সরকারের অবস্থানও তুলে ধরবেন তিনি। বেসরকারি শিক্ষকদের অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়টিও তুলে ধরবেন নাহিদ।

বিএসআরএফ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে এ সংলাপের আয়োজন করবে। এর আগে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল সাংবাদিকদের মুখোমুখি হন।

এনএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।