করোনাকালীন রেকর্ডসংখ্যক হলে মুক্তি পাচ্ছে 'চোখ'

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১০ এএম, ০১ অক্টোবর ২০২১

দশ বছর ধরে নাটক নির্মাণ করে নিজেকে প্রমাণ করেছেন৷ এবার সিনেমা নির্মাণ করলেন নির্মাতা আসিফ ইকবাল জুয়েল। তার প্রথম সিনেমা 'চোখ' মুক্তি পাচ্ছে আজ ১ অক্টোবর।

দেশজুড়ে ৩৮টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে
শাপলা মিডিয়ার প্রযোজনায় এ সিনেমাটি। এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন নিরব হোসেন, শবনম বুবলী ও জিয়াউল রোশান।

পরিচালক জুয়েল বলেন, 'করোনাভাইরাস চলাকালীন সবচেয়ে বেশি হলে 'চোখ' সিনেমাটি মুক্তি পাচ্ছে। বন্ধ থাকা বেশ কয়েকটি সিনেমা হল খুলছেও এ সিনেমা দিয়ে। সবাইকে হলে গিয়ে সিনেমাটা দেখার অনুরোধ করছি।'

'চোখ' দেখা যাবে স্টার সিনেপ্লেক্স: বসুন্ধরা সিটি, সনি, ব্লকবাষ্টার সিনেমাস, শ্যামলী, চিত্রামহল, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, গীত, সৈনিক ক্লাব, নিউ গুলশান, সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), বর্ষা (গাজীপুর), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর, মুন্সীগঞ্জ), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোনা, নরসিংদী), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), পূরবী (ময়মনসিংহ)।

আরও চলবে সত্যবতী (শেরপুর), শাপলা (রংপুর), চলন্তিকা (গোপালদী, নারায়ণগঞ্জ), পূর্বাশা (শান্তাহার, বগুড়া), মালঞ্চ (টাঙ্গাইল), মাধবী (মধুপুর, টাঙ্গাইল), রাজিয়া(নাগরপুর, টাঙ্গাইল), রুনা (চালাকচর, নরসিংদী), মোহন (হবিগঞ্জ), তামান্না (সৈয়দপুর) সিনেমা হলগুলোতে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।