চাষী নজরুল ইসলামের স্ত্রীও চলে গেলেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২১

দেশ বরেণ্য নির্মাতা প্রয়াত চাষী নজরুল ইসলামের স্ত্রী ও লেখিকা জ্যোৎস্না কাজী আর নেই। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জ্যোৎস্না কাজীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা।

তিনি জাগো নিউজকে বলেন, জ্যোৎস্না কাজী ভাবি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

অবশেষে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার আত্মার শান্তি কামনা করছি।

এর আগে ‘ওরা ১১ জন’ খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি’ নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী।

এলএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।