দিলওয়ালে দেখতে নিষেধ করা অগণতান্ত্রিক


প্রকাশিত: ১১:৩২ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে একজন নাগরিক হিসেবে শাহরুখ খানের ছবি দেখতে নিষেধ করাকে অগণতান্ত্রিক বলে আখ্যায়িত করেছেন বলিউড অভিনেতা ও রাজনৈতিক পরেশ রাওয়াল।

বলিউড কিং শাহরুখের সাথে ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গ জড়িয়ে বেশ কিছু কট্টরপন্থি হিন্দু সংগঠন সাধারণ মানুষকে শাহরুখের সদ্য মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ দেখা থেকে বিরত থাকার আহ্বান করেছেন। তাদের দাবি, যাদের দেশপ্রেম আছে তারা শাহরুখের ছবি দেখবেন না।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকরদলীয় নেতা পরেশ রাওয়াল। তিনি বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‌‘একটি গণতন্ত্রের দেশে এ ধরণের ঘোষণা হাস্যকর ও অন্যায়।’

তিনি আরো বলেন, ‘যদি শাহরুখের  সাথে কারো ব্যক্তিগত সমস্যা থাকে সেটা তার ব্যক্তিগত বিষয়। নিজের ক্রোধ কেউ অন্যের উপর চাপিয়ে দিতে পারেন না। তেমনি শাহরুখের মত বিরোধী বা বিপরীতের মানুষের ‘দিলওয়ালে’ না দেখার আহ্বান জানাতে পারেন না। আপনি নিজে না দেখুন, অন্যকে নিষেদ করার অধিকার আপনার নেই। এটা অগণতান্ত্রিক।’
 
উল্লেখ্য, গত মাসে নিজের পঞ্চাশতম জন্ম বার্ষিকী উদযাপন করেন কিং খান শাহরুখ। আর জন্মদিনে একটি অনুষ্ঠানে ভারতে চলমান ‘অসহিষ্ণুতা’ নিয়ে মুখ খুলেছিলেন শাহরুখ। ভারত রাষ্ট্রকে আগের চেয়ে অসহিষ্ণু বলায় তার বিরুদ্ধে রাজপথে আন্দোলন হয়। তাকে ভারত থেকে বের করে দেয়ারও ডাক উঠে। এমনকি তাকে ও তার সিনেমাকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান হিন্দুবাদী অনেক সংগঠন।  

শাহরুখের পাশাপাশি ভারতে নিরপত্তাহীনতা নিয়ে কথা বলায় আরেক সুপারস্টার আমির খানকেও দেশদ্রোহি আখ্যা দিয়ে বলিউডে তাকে অবাঞ্চিত ঘোষণা করার কথা বলেছিলো শিবসেনা নামের একটি উগপন্থি সংগঠন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।