বিস্ফোরক আতঙ্কে প্যারিসগামী বিমানের জরুরি অবতরণ
বিস্ফোরক আতঙ্কে প্যারিসগামী এয়ার ফ্রান্সের একটি বিমান গতিপথ বদলে কেনিয়ার মই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটি মরিশাস থেকে ১৪ ক্রু ও ৪৫৯ আরোহী নিয়ে প্যারিসের দিকে যাচ্ছিল। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেনিয়া পুলিশের মহাপরিদর্শক জোসেফ বোয়েনেট বলেন, এয়ার ফ্রান্সের ওই বিমানটির টয়লেটে একটি সন্দেহজনক বস্তু দেখে ক্রুরা পাইলটকে সতর্ক করে দেয়। পরে বিমানটি বন্দর নগরী মোমবাশার ওই বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।
জোসেফ বোয়েনেট টুইটারে অ্যাকাউন্টে এক পোস্টে বলেন, বোয়িং-৭৭৭ এর প্যারিসগামী বিমানটিতে ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিলেন। রোববার স্থানীয় সময় রাত ১২টা ৩৭ মিনিটে মই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে যাত্রীদের নিরাপদে বিমানটি থেকে নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, নৌবাহিনী ও অপরাধ তদন্ত দলের বোমা বিশেষজ্ঞরা বিমানটি থেকে সন্দেহজনক ওই বস্তুটি উদ্ধার করেছে। বস্তুটি আসলেই কোনো বিস্ফোরক ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।
এসআইএস/পিআর