সৌরভের বায়োপিকে পরমব্রতকে চান ভক্তরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। প্রায় মাস খানেক আগে ভারতের গণমাধ্যম প্রকাশ করেছে এ তথ্য। সম্প্রতি টুইটারে বায়োপিক নিয়ে সৌরভ একটি পোস্টে নিজের অনুভূতির কথাও জানিয়েছিলেন।

লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গের প্রযোজনায় তৈরি হবে সিনেমাটি। টুইটারে তাদের ট্যাগ করে সৌরভ লিখেছিলেন, ‘ক্রিকেট আমার জীবন, এটা আমায় মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দিয়েছে, দারুণ এক সফর। লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এ সফর নিয়ে ছবি তৈরি হচ্ছে, তা বড়পর্দায় দেখা যাবে ভেবেই রোমাঞ্চিত।’

এ খবর প্রকাশের পর থেকেই সৌরভ ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে। বায়োপিকে কে হবেন সৌরভ গাঙ্গুলি, তা নিয়েও বিস্তর জল্পনা-কল্পনা। রণবীর কাপুরই তার ভূমিকায় অভিনয় করুক, এমন ইচ্ছার কথা জানিয়েছিলেন সৌরভ!

কলকাতায় সৌরভের ফ্যান ক্লাবের সদস্যরা রণবীর কাপুরকে নয় বরং দেখতে চান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এ ফ্যান ক্লাবের ফাউন্ডার মেম্বার রতন হালদার ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সৌরভের বায়োপিকে যদি দাদা নিজেই অভিনয় করতেন, সেটাই সবচেয়ে ভালো হতো। তবে আমাদের মনে হয়, রণবীর কাপুরের থেকে পরমব্রত চট্টোপাধ্যায়কে বেশি মানাবে সৌরভ হিসেবে। পরমব্রতর সঙ্গে চেহারার মিলও রয়েছে।’

ভারতের একটি গণমাধ্যম পরমব্রত চট্টোপাধ্যায়কে ফোন করলে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে অনেকের মুখে আমি শুনেছি, সৌরভের সঙ্গে আমার চেহারার মিল রয়েছে। সেটা সব সময়ই আমার কাছে সৌভাগ্যের বিষয় মনে হয়েছে। একজন আন্তর্জাতিকমানের খেলোয়াড়ের সঙ্গে চেহারার মিল আছে শুনলে যে কারোরই ভালো লাগবে।’

পরমব্রত বলেন, ‘আমি সৌরভ গাঙ্গুলির বড় ফ্যান। চেহারায় মিল রয়েছে বলে আমার সঙ্গে তুলনা করা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে, আমাকে মানাবে। সেটা শুনে ভালোই লাগছে। আমি আশা করে বসে নেই যে, আমিই করব। এটা তো যারা ছবিটা তৈরি করছেন, তাদের সিদ্ধান্ত। তবে আমার কাছে যদি অফার আসে, তাহলে অবশ্যই রাজি হবো। কারণ এরকম সুযোগ তো বারবার আসে না!’

এমআই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।