যমুনা সার কারখানার নির্বাচন বন্ধ ঘোষণা : ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি যমুনা সার কারখানায় দীর্ঘ ১৮ বছর পর শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও ভোট গ্রহণের আড়াই ঘণ্টা পর প্রশাসনের মৌখিক নির্দেশে ভোট স্থগিত করে দেয়া হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

জেএফসিএল এমপ্লয়িজ ক্লাব মিলনায়তনে শনিবার সকাল ৮ টা থেকে মোট ৪টি প্যানেলে অংশ নিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়। পরে সকাল সোয়া ১০টায় সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে উপরের মৌখিক নির্দেশে ভোট স্থগিতের নির্দেশ দেন। এ সময় ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হলেও ভোটারদের তোপের মুখে পুনরায় ভোট গ্রহণ শুরু করে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক। পড়ে সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে উপরের মৌখিক নির্দেশে ভোট স্থগিতের নির্দেশ দেন। এ সময় ভোটারদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটাররা ভোট কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ ও সমাবেশ করে।
jamalpur
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া ৫৬৬টি ভোটের মধ্যে ৩৪৮টি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে নির্বাচন বন্ধের কোনো লিখিত কাগজ প্রশাসনের পক্ষ থেকে দেখাতে পারেনি। মৌখিক নির্দেশে নির্বাচন বন্ধ করে দেয়ার ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানকে প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

শুভ্র মেহেদী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।