শিক্ষামন্ত্রী বন্যা মির্জা
বরাবর বৈচিত্র্যপূর্ণ নানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় উপস্থিত হয়ে থাকেন বন্যা মির্জা। সেই ধারাবাহিকতায় এবারও আসছেন নতুন রুপে। আসছে ঈদুল ফিতরে শিক্ষামন্ত্রী হয়ে রুপালি পর্দায় হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় এ অভিনেত্রী।
ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের ছবি ‘হেডমাস্টার’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবিটিতে শিক্ষামন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় চ্যানেল আই পর্দায় এটি প্রদর্শিত হবে। ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা ও বন্যা মির্জা।
বন্যা মির্জা জানান, ছবিটির গল্প অনেক চমৎকার। আর এ ছবির মাধ্যমেই শিক্ষামন্ত্রীর চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শক।
উল্লেখ্য, ‘হেডমাস্টার’ বন্যা মির্জা অভিনীত পঞ্চম চলচ্চিত্র। এর আগে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘শরৎ ৭১’, তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রাবেয়া’, বদরুল আনাম সৌদ পরিচালিত ‘খ-চিত্র ৭১’ ও মাসুদ আখন্দ পরিচালিত ‘পিতা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বন্যা মির্জা।