বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমিতে পুরস্কার বিতরণ


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস উপলক্ষে শিশু একাডেমিতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ শিশু একাডেমির শহীদ মতিউর মুক্ত মঞ্চে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। একাডেমির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিসেম্বর লাখো শহীদের রক্তস্নাত বিজয়ের মাস। পাকিস্তানি শাসকদের শোষণ-নিপীড়ন ও দুঃশাসনের কুহেলিকা ভেদ করে একাত্তরের এই মাসের বিজয়ের প্রভাতী সূর্যের আলোয় ঝিকিমিকি করে উঠেছিল বাংলাদেশের শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শোষণ-বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। আগামী দিনের শিশুরা শিশু একাডেমির মাধ্যেমে মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠবে বলবে প্রত্যাশ করেন তিনি প্রত্যাশা।

শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

পরে  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি শিশু ও অভিভাবকদের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শতাধিক শিশু অংশগ্রহণ করে।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।