আরও দুটি আন্তর্জাতিক পুরস্কার পেলো ‘মায়া: দ্য লস্ট মাদার’
এক বীরাঙ্গনা মায়ের গল্পে নন্দিত কবি ও নির্মতা মাসুদ পথিক নির্মাণ করেছেন ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমা। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি ক্যাটাগরিতে ১০টি স্বীকৃতি পেয়েছে। দর্শকের ভালোবাসাও জয় করে নিয়েছে জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায় অভিনীত সিনেমাটি।
দেশের পাশাপাশি বিদেশেও কিছু মর্যাদাশীল উৎসবে পুরস্কার জয় করেছে ‘মায়া’। পরিচালকের দেয়া তথ্যমতে ২২টি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছে সিনেমাটি। ট্যাগোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ন্যারেটিভ ফিচার ফিল্ম পুরস্কারও পেয়েছে।
সার্ক ফিল্ম ফেস্টিভ্যালেও অফিসিয়ালভাবে নির্বাচিত হয় সিনেমাটি। এবার জানা গেল, আরও দুটি আন্তর্জাতিক পুরস্কার ঘরে তুলেছে এ ছবি।
পরিচালক মাসুদ পথিক নিশ্চিত করলেন, ইন্দো-আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার অর্জন করল ‘মায়া: দ্য লস্ট মাদার’। এগুলো হলো- বেস্ট ফিল্ম ও বেস্ট ডিরেক্টর।
বাংলাদেশ থেকে এই আন্তর্জাতিক ফিল্ম প্ল্যাটফরমে অংশগ্রহণ করছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক মাসুদ পথিকের এ চলচ্চিত্রটি। ফিচার ফিল্ম প্রতিযোগিতা বিভাগে ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রটি প্রতিযোগিতা করবে।
‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমায় প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি ছাড়া আরও অভিনয় করেছেন দেবাশিস কায়সার, নাজমা আকতার, নারগিস আকতার, ঝুনা চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, মুমতাজ সরকার, আসলাম সানী, ড. শাহাদাত হোসেন নিপু, সাইফুল মজিদ প্রমুখ।
এলএ/জিকেএস