আবারও বিদেশি গণমাধ্যমের শিরোনামে হিরো আলম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১

সামাজিক মাধ্যমে সর্বত্র এখন ‘মানিকে মাগে হিথে’ গানের বিচরণ। এ গানটা ইয়োহানির ডি’সিলভার গেয়েছিল। সিংহলি গানটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে। কেউ অরিজিনাল গানটি গাওয়ার চেষ্টা করছেন, কেউ আবার নিজের মতো করে শব্দ জুড়ে দিচ্ছেন।

এবার এ গানটি গেয়েছেন হিরো আলম। হয়েছেন সমালোচনার শিকার। অনেকের মতে, চমৎকার শ্রুতিমধুর গানটি বেসুরে গেয়ে গানের অপমান করেছেন বগুড়ার ভাইরাল যুবক আলম।

এই গান গাওয়াকে কেন্দ্র করে আলমকে আজ ভারতের বাংলা গণমাধ্যম সংবাদ প্রতিদিন ডিজিটাল শিরোনামে এনেছে। সংবাদে বলা হয়েছে, ‘বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাঈদ। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও দারুণ জনপ্রিয় তিনি।

হিরো আলমের গানের ভিডিওগুলো হাসির খোরাক হলেও অনলাইনে লাখ লাখ মানুষ দেখেন। মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন আলম। তবে নিজের ইচ্ছায় ‘মানিকে মাগে হিথে’ গাননি বলেই জানান বাংলাদেশি তারকা।

আলমের দাবি, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের লক্ষাধিক অনুরাগী তাকে অনুরোধ করেন গানটি গাওয়ার জন্য। সেই আবদার রেখেই তিনি গেয়েছেন ‘মানিকে মাগে হিথে’র ‘হিরো আলম ভার্সন।’

এর আগেও হিরো আলম বিদেশি গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন। তবে সেসব সংবাদের বেশিরভাগেই তাকে সোশ্যাল মিডিয়ার উপভোগ্য চরিত্র হিসেবে দেখানো হয়েছে।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।