কেমন আছেন সড়ক দুর্ঘটনায় আহত শিল্পীরা?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৮ আগস্ট ২০২১

রাজধানীর গুলশান অ্যাভিনিউতে গত শুক্রবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে দুর্ঘটনার কবলে পড়েন এ প্রজন্মের চার অভিনয়শিল্পী। তারা হলেন- শরিফুল রাজ, খায়রুল বাসার, নাজিফা তুষি ও জুনায়েদ বোগদাদী। তাদের সঙ্গে ছিলেন রাজের বন্ধু নাফিস।

পাঁচজনই গুরুতর আহত হয়েছেন। তাদের গাড়িচালকও গুরুতর আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আহতদের মধ্যে দুজনকে আইসিইউতে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর থেকেই তাদের পাশে রয়েছেন অনেকে। তাদের সূত্রে পাওয়া গেছে আহতদের নিয়ে সর্বশেষ আপডেট।

জানা গেছে, জুনায়েদ আইসিইউতে রয়েছেন। আজ (২৮ আগস্ট) সার্জারি হবে তার। তিনি কথা বলতে পারছেন।

অভিনেতা শরিফুল রাজের বন্ধু নাফিসও আইসিইউতে আছেন। তারও সার্জারি করা হবে।

অভিনেত্রী নাজিফা তুষি মারাত্মক জখম হয়েছেন। তার ঘাড়ের হাড় ডিসব্যালেন্স হয়ে গেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছেন। শরিফুল রাজের একটি হাতের জয়েন্ট ডিসব্যালেন্স হয়েছে। চিকিৎসা চলছে।

আরেক তরুণ অভিনেতা খায়রুল বাসারের বুকের পাজরের দুটি হাড় ভেঙেছে। তারও চিকিৎসা চলছে। মানসিকভাবে তিনি সুস্থ আছেন।

এ দুর্ঘটনায় আহত শিল্পীদের খবর জানতে অনেকেই নির্মাতা আরিয়ানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তাদের প্রত্যেকের ফোন রিসিভ করতে পারেননি তিনি । সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘সারারাত হাসপাতালে থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে অনেক সাংবাদিক ভাই এবং মিডিয়ার সহকর্মী বন্ধুদের ফোন ধরতে পারিনি। ফোন ধরতে না পারার জন্য দুঃখিত। আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে।’

স্ট্যাটাসের শেষে আরিয়ান আরও যোগ করেন, ‘প্রচণ্ড অস্থির আর মন খারাপ করা একটা সময়। আল্লাহ আমাদের ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করার শক্তি দিক।’

উল্লেখ্য, কয়েক দিন আগেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাদের অভিনীত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমায় কয়েকজন বন্ধুর সুন্দর সম্পর্ক এবং ঘুরতে গিয়ে করুণ পরিণতির গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।