ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলেসহ মায়ের আত্মহত্যার চেষ্টা


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনের সামনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক নারী।কিন্তু, দূর থেকে বিষয়টি আঁচ করতে পেরে চালক ট্রেনটি থামিয়ে দিলে রক্ষা পায় মা ও ছেলে।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার চেষ্টা করা নারীর নাম জোসনা বেগম (৩২)। তিনি ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকার দুলাল হারুন হাজীর বাড়ির ভাড়াটিয়া দুলাল হোসেনের স্ত্রী। সঙ্গে থাকা ছেলের নাম জাবির হোসেন (৫)।

জোসনা বেগম জাগো নিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে শিশু বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলাম। তার বাইরে আর কিছু বলতে পারবো না।
 
চাষাঢ়া রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জাগো নিউজকে জানান, বিকেল সোয়া ৪টায় ঢাকাগামী ট্রেন
চাষাঢ়া রেল স্টেশনের শত গজ দূরে সিগন্যাল অতিক্রম করার সময়ে ছেলেকে কোলে নিয়ে জোসনা বেগম রেললাইনে ঝাঁপ দেয়।

দূর থেকে বিষয়টি দেখে ট্রেন থামিয়ে দেয় চালক গোলাম কিবরিয়া। পরে দুইজনকে উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।