সৌদি আরবে হচ্ছে প্রথম সিনেমা হল
সংরক্ষণশীল সৌদি আরব প্রথমবারের মতো দেশটিতে সিনেমা হল নির্মাণের ঘোষণা দিয়েছে। রাজধানী রিয়াদে এ সিনেমা হল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে রোববার দেশটির সিনেমা কমিটি জানিয়েছে। আলআরাবিয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে সিনেমা হল নির্মাণের জন্য সিনেমা কমিটি প্রাথমকিভাবে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। ইসলামি মূল্যবোধ ও সৌদি আরবের ঐতিহ্য অনুযায়ী সিনেমা হলের কার্যক্রম পরিচালিত হবে।
ধর্মীয় নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবে কোনো সিনেমা হল নেই। দেশটির তরুণরা সিনেমা হলের দাবিতে প্রচারণা চালিয়ে আসছে। সৌদিতে সিনেমা হল নির্মাণের ঘোষণা এমন এক সময় দেয়া হলো যার একদিন আগে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পায় সৌদি নারীরা। নির্বাচনের সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত ১৮ নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এসআইএস/পিআর