খুবিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর


প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান

আগামী ২৫ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচি ও আয়োজন সম্পর্কে রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। উপাচার্য সদ্য অনুষ্ঠিত ৫ম সমাবর্তন ও প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে এ ক্ষেত্রে সহযোগিতার জন্য সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবও আমরা সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ ক্ষেত্রেও তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই রজতজয়ন্তীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রাজুয়েটরা উপস্থিত হবেন। তাদের সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ আয়োজন করছে এবং রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব মো. ফজলে রেজা সুমন। বক্তব্যে উল্লেখ করা হয় এদিন সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ১০টায় উৎসবের উদ্বোধন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম।

এদিনের কর্মসূচিতে আরও থাকবে সেমিনার, চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, স্মৃতিচারণ অনুষ্ঠান, বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি হবে ২৫টি ফানুস উড়িয়ে।

আলমগীর হান্নান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।