শোক দিবসে বিটিভিতে ‘যদি রাত পোহালে শোনা যেত’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৩ আগস্ট ২০২১

জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে শিশুতোষ অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। জনপ্রিয় অভিনয় শিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মাহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা অংশগ্রহণ করেছেন।

Btv3.jpg

আবৃত্তি, গান, সাত মার্চের ভাষণ, পাঠ, অ্যানিমেশন, নাটিকা দিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজা খানম।

Btv3.jpg

মো. সাখাওয়াত হোসেনের গ্রন্থনায় অনুষ্ঠানটির প্রযোজনা করছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। উল্লেখ্য, তিন পর্বে নির্মিত এ অনুষ্ঠানের ১ম পর্ব প্রচারিত হবে আজ বিকেল ৫টা ১০ মিনিটে। ২য় পর্ব আগামীকাল শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে এবং ৩য় পর্ব রোববার বেলা সাড়ে ১১টায়।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।