শুটিংয়ে মম’র আঘাতে আহত হয়েছেন মাহফুজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

এ কোনো নাটকের গল্প নয়। বরং একটি নাটকের শুটিং করতে গিয়ে লাক্স তারকা জাকিয়া বারী মম’র হাতে থাকা পিস্তলের আঘাতে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা, নির্মাতা ও প্রযোজক মাহফুজ আহমেদ।

জানা গেছে, থাইল্যান্ডে গেল ১১ ডিসেম্বর শুক্রবার শুটিং চলছিলো ‘স্যাটারডে নাইট’ নামে একটি নাটকের। দৃশ্যের প্রয়োজনেই মম পিস্তল নিয়েছিলেন হাতে। তবে দৃশ্যটি ধারণ করবার সময় মম ব্যালেন্স রাখতে পারেননি। তাই মাহফুজের মাথায় পিস্তলের আঘাতটা একটু জোরে লেগে যায়। আর তাতেই তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে।

এই ঘটনায় একেবারেই আতকে উঠেছিলেন মম। পরে মাহফুজ আহমেদ ও শুটিং ইউনিটের লোকজন তাকে স্বাভাবিক করেন।

প্রসঙ্গত, ‘স্যাটারডে নাইট’ নামের এই নাটকটির পরিচালনা করছেন রায়হান খান। নাটকটিতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরো অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।  

‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিং শেষে ১৮ ডিসেম্বর পুরো ইউনিট ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।