মারাঠি সিরিয়ালের রিমেকে চঞ্চল-ফারিয়া-শতাব্দী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৮ আগস্ট ২০২১

বেশ ব্যস্ত সময় কাটছে নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর। ওয়েব সিরিজ ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। চলতি বছরে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত বাংলা ওয়েব সিরিজ ‘তাকদির’-এ চঞ্চলের অভিনয় খুব প্রশংসা পেয়েছে।

এবার আরও একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল। এটি মূলত মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’র রিমেক।

২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায় সিরিয়ালটি। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।

কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি। এটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।

প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি এখানে আরও দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াকেও।

সিরিজটি ১২০ পর্বে নির্মাণ করবেন আশিকুর রহমান। পরিচালক জানান, রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।