নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা নিলো দুই সংগঠন
র্যাবের হাতে গ্রেফতার হওয়া বিতর্কিত প্রযোজক নজরুল ইসলাম রাজের সদস্যপদ স্থগিত করেছে দুটি সংগঠন। একটি হলো ফিল্ম ক্লাব অন্যটি টিভি নাটকের প্রযোজকদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)’।
দুটি সংগঠনেই রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
ফিল্ম ক্লাবে নির্বাচিত সহযোগী সাধারণ সম্পাদকে পদে দায়িত্বরত ছিলেন নজরুল ইসলাম রাজ। তার প্রসঙ্গে জানিয়ে ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী জানান, নজরুল ইসলাম রাজ সাজাপ্রাপ্ত হলে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তার পদ হারাবেন। সে ক্ষেত্রে তার শূন্য আসনে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে বলে জানান এই চিত্রনায়ক।
এদিকে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজের সদস্যপদ বাতিল করা প্রসঙ্গে টেলিপ্যাবের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে যদি তিনি আদালত কর্তৃক নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় স্থায়ীভাবে টেলিপ্যাব’র সদস্য হারাবেন।
সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে।
এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজকে তার দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র্যাব। র্যাব জানায়, তার বাড়ি থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ ও পর্নগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে নজরুল রাজ চারদিনের রিমান্ডে আছেন।
এলএ/এমএস