বৈশাখীর আলাপে পান্না কায়সার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

লেখক পান্না কায়সার শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং শমী কায়সারের মা। তিনি বাংলাদেশ জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যও ছিলেন।

আজকাল আর খুব একটা বাইরে আসেন না এই রত্নগর্ভা। নিভৃতেই দিন কাটে তার আপন ঘরের চার দেয়ালের কাব্যে।

তবে নিজের ভক্ত-অনুসারীদের সাথে আড্ডা দিতে বৈশাখী টেলিভিশনের পর্দায় আসছেনি তিনি। তাকে দেখা যাবে চ্যানেলটির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘আলাপ’র অতিথি হিসেবে।

এই অনুষ্ঠানে প্রতিষ্ঠিত মানুষদের সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় একজন উপস্থাপক। এতে উন্মোচিত হয় অতিথির জীবন ও কর্মের নানা দিক। উঠে আসে তার না বলা, না জানা অনেক কথা। পান্না কায়সারও বলবেন নিজেকে নিয়ে, নিজের শহীদ স্বামী ও অভিনেত্রী সন্তানকে নিয়ে। বলবেন নিজের রাজনীতি ও দেশ নিয়ে ভাবনার কথা। পাশাপাশি এসএমএসর মাধ্যমে দর্শকদের প্রশ্নের উত্তরও দিবেন তিনি।

পলাশ মাহবুবের প্রযোজনায় আলাপ বৈশাখী টেলিভিশনে আগামিকাল সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে।  

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।