অর্থনীতিবিদ আ.খ.ম. হাসান


প্রকাশিত: ০৫:০২ এএম, ১৫ নভেম্বর ২০১৪

দেশের অর্থনীতি এখন খুবই বাজে পর্যায়ে পৌঁছে গেছে। সমস্যা কাটিয়ে ওঠার জন্য নেই কারও হস্তক্ষেপ। সবাই নিজেদের মতো করে চলছেন। অর্থনীতি নিয়ে কেউ মাথাও ঘামাচ্ছেন না। দেশের এ দুর্দিনে সেই হাল ধরতে চান তিনি। তবে তিনি অর্থনীতিবিদ না। পুরো দস্তুর পাগল তিনি। তো কি হয়েছে। দর্শকদের জন্য তিনি হবেন অর্থনীতিবিদ।

এবার অর্থনীতিবিদ চরিত্রে দর্শকদের সামনে আসছেন টেলিভিশন অভিনেতা আ.খ.ম. হাসান। সাগরের রচনা ও পরিচালনায় এ নাটকটির নাম ‘পাগলের আখড়া’।

এ প্রসঙ্গে আ.খ.ম. হাসান বলেন, নাটকটিতে আমি একজন পাগল হিসেবে অভিনয় করি। পাগলামি করে অনেক সময় অনেক উদ্যোগ নিই। তার মধ্যে প্রাধান্য পায় অর্থনীতিটা। আমি দেশের অর্থনীতিবিদ হতে চাই। শুধু তাই নয়, আমার এই চাওয়া নিয়ে অনেক পাগলামি দর্শক নাটকে দেখতে পাবেন। আশা করি সবার কাছে এটি উপভোগ্য হবে। এরই মধ্যে নাটকটির বেশ কয়েকটি পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানান আ.খ.ম. হাসান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।