যোগ্যতা থাকলে সাফল্য ধরা দেবেই (ভিডিও)
একটা সময় মনে করা হতো, বাচ্চা নিলে অভিনয় জীবনের ক্ষতি হবে। আমার বেলায় ঘটেছে ঠিক উল্টোটা। মেয়ের বয়স যখন মাত্র পাঁচ, তখন থেকে আমি অভিনয় শুরু করি এবং আজ অবধি দিব্যি চালিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, যোগ্যতা থাকলে সাফল্য ধরা দেবেই।
হ্যা, এমন ঘটনা ঘটেছে সিনেমা জগতের জনপ্রিয় মুখ নিপুনের জীবনে। ছোট পর্দায়ও ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি।
‘আমরা যখন বিদেশ থেকে দেশে ফিরি, তখন আমার মেয়ে তানিশার বয়স ছিল পাঁচ বছর। ওকে দেশে এনেছিলাম আমাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য। আমি চাই মাধ্যমিক থেকে পড়ালেখাটা ও বাইরেই করুক। এখন ওর বয়স ১২। ওকে লন্ডনের জর্জ গ্রিন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। আমার বড় বোনের কাছে থাকে। নিজের প্রিয় মেয়েকে নিয়ে বলছিলেন নিপুন।
তিনি জানান, প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার ভেতর ফোন করে ওর ঘুম ভাঙাই। তারপর ওর দাঁত ব্রাশ করা, স্কুলের জন্য তৈরি হওয়া পর্যন্ত লাইনে থাকি। ও কোন ড্রেসটা পরবে, কীভাবে সাজবে এসব বলে দিই।
কাজের প্রসঙ্গে নিপুন বললেন, শাকিব খানের সঙ্গে কাজ করছি লাভ ২০১৪ ছবিতে। ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু হচ্ছে সালাউদ্দিন লাভলুর ছবি জনম জনমে-এর শুটিং।