শহীদের আয়োজনে রাফাতের গান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

এস আই শহীদ প্রজন্মের প্রতিশ্রুতিশীল একজন গীতিকার। নতুন বছর উপলক্ষে তিনি বিভিন্ন শিল্পীদের কণ্ঠে একটি অডিও অ্যালবামের আয়োজন করেছেন।

অ্যালবামের নাম ঠিক না হওয়া এই আয়োজনে থাকছে সুফিয়ানা খ্যাত গায়ক শাহরিয়ার রাফাতেরও একটি গান। ‘মন দিল আশেকান’ শিরোনামের এই গানটির সুর সংগীত করেছেন হৃদয় হাসিন। গেল শুক্রবার রাতে মোহাম্মদপুরের একটি স্টুডিওতে এ গানের রেকর্ড সম্পন্ন হয়েছে।

গানটি নিয়ে শহীদ বলেন, ‘রাফাত ভাই একটু সুফি ধরনের গান করতে পছন্দ করেন। এ বিষয়টি মাথায় রেখেই তার জন্য গান লিখেছি। আশা করছি তার শ্রোতারা চমৎকার একটি গান পাবেন।’

গানটি নিয়ে রাফাত জাগো নিউজকে বলেন, ‘খুব সুন্দর কথায় সাজানো গানটি গেয়ে খুবই ভালো লাগছে। হৃদয় সংগীতে নতুন হলেও তার সংগীতায়োজন আমার দারুণ লেগেছে। আমার বিশ্বাস ভালোবাসার শ্রুতিমধুর এই গানটি ভালো লাগবে শ্রোতাদের।’

এদিকে শহীদ জানালেন, তার অ্যালবামে চারটি দ্বৈত ও পাঁচটি একক গান নিয়ে মোট ৯টি গান থাকবে। রাফাতের পাশপাশি সেই গানগুলোতে কণ্ঠ দিবেন ফেরদৌসৈ ওয়াহিদ, শফিক তুহিন, এক জীবন খ্যাত শহীদ, আইয়ূব শাহরিয়ার, ক্লোজআপ তারকা রন্টি দাশ, রাশেদ প্রমুখ।

হৃদয় হাসিনের ‘মন দিল আশেকান’ ছাড়া বাকি গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ ও অনিম।

অ্যালবামটি নতুন বছর উপলক্ষে ৩১ ডিসেম্বর বাজারে আসবে বলে নিশ্চিত করলেন এর আয়োজক এস আই শহীদ।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।