বিজয় দিবসে হাজারো শিল্পীর মানব পতাকা


প্রকাশিত: ১১:২৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

মহান বিজয় দিবস উদযাপন করতে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে ছায়ানট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মধ্যে থাকছে হাজারো শিল্পীদের নিয়ে মানব পতাকার আয়োজন। তবে কোনো রেকর্ডের জন্য এই পতাকা আয়োজন নয়। এটি হচ্ছে কেবলই দেশপ্রেমের টানে।

ছায়ানট সূত্রে জানা গেছে, এ আয়োজনে অংশ নিবেন হাজারো শিল্পী ও শিক্ষার্থীরা। বিজয় দিবসে বিকাল সাড়ে তিনটায় পুরো আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

এ উপলক্ষে শুক্রবার ছায়নট ভবনে মহড়া দেখা ও এক সংবাদ সমম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন।

তিনি জানান, এবারে আয়োজনে ছায়ানটের সাড়ে চার হাজার শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা অংশ নেবে। বিজয় দিবসকে প্রাণবন্ত করে তুলতেই এই মানব পতাকার আয়োজন।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।