রণবীরের সামনে দীপিকার নগ্ন হওয়া নিয়ে বিতর্ক!


প্রকাশিত: ০৭:০২ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

‌ভারতের শীর্ষ স্থানীয় একটি ইংরেজি দৈনিকে সম্প্রতি সাক্ষাতকার দিয়েছেন বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন। সেখানে তিনি নিজের ক্যারিয়ার, প্রেম, ভবিষ্যত ভাবনা নিয়ে খোলামেলা অনেক কথাই বলেছেন।

কিন্তু সাক্ষাতকারটিতে তিনি প্রেমিক রণবীর সিং-এর সামনে নগ্ন হতেও স্বচ্ছন্দবোধ করার কথা বলে বিতর্কের মুখে পড়েছেন। সাক্ষাতকারটি প্রকাশের পর থেকে কিং খান শাহরুখের ‌‘কন্যাকুমারী’কে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন প্রথম সারির একজন অভিনেত্রী হয়ে এমন আপত্তিজনক কথা কেন বললেন দীপিকা? কেউ কেউ আবার সমর্থন দিচ্ছেন নায়িকাকে। তাদের দাবি, প্রতিটি প্রেমিকাই প্রেমিককে নিয়ে এ ধরণের মন্তব্য করতে পারে। এখন আর লুকিয়ে প্রেম করার দিন নেই!

জানা গেছে, ওই সাক্ষাত্কারে দীপিকা পাড়ুকোন বলেছেন, তিনি রণবীর সিং-এর সঙ্গে এতটাই স্বচ্ছন্দ যে তার সামনে নগ্ন হতেও দ্বিধা করবেন না। দীপিকার এই মন্তব্যকে কেন্দ্র করেই এখন চর্চা তুঙ্গে।

কিন্তু জল্পনা-চর্চা উড়িয়ে দীপিকা নিজেই বলেছেন, তার মন্তব্যের আসল অর্থ হল এই যে, হৃদয় উজাড় করে মনের কথা রণবীরের সামনে বলতে পারেন তিনি। কারণ, তিনি জানেন রণবীর কোনোদিন, কোনো অবস্থাতেই তাকে আঘাত করবেন না, ভুল বুঝবেন না এবং ছেড়ে যাবেন না। আর এই কথাগুলো তিনি বলেছেন সম্প্রতি রণবীর কাপুরকে জড়িয়ে স্ক্যান্ডাল প্রকাশ হওয়ার কারণেই।

দীপিকার ভাষায়, ‘আমি খুব আবেগপ্রবণ ও সংবেদনশীল। অল্পতেই আমি মানসিকভাবে ভেঙে পড়ি। এসময় আমার পাশে দাঁড়ায় রণবীর। আমাকে সম্পূর্ণ সুরক্ষা, ভালবাসা দেয় সে। তাই তার সামনে মন খুলে কথা বলতে একটুও দ্বিধা নেই আমার’।

এদিকে দিন কয়েকের মধ্যেই মুক্তি পাচ্ছে রণবীর-দীপিকা অভিনীত ‘বাজিরাও মস্তানি’ ছবিটি। ধারণা করা হচ্ছে এই ছবির প্রচারণায় নতুন মাত্রা দিতেই রণবীরকে নিয়ে এমন খোলামেলা ব্ক্তব্য দিলেন দীপিকা।

প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির নতুন ছবিটিতে দীপিকার পাশাপাশি রণবীরের নায়িকা হিসেবে দেখা যাবে আরেক সুপারস্টার প্রিয়াংকা চোপড়াকে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।