বুদ্ধিজীবী দিবসে স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী
বুদ্ধিজীবীদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে জনপ্রিয় নাট্যদল স্বপ্নদল মঞ্চে আনছে যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। আগামী ১৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাদল সরকারের মূলরচনা অবলম্বনে স্বপ্নদলের আলোচিত ও দর্শকনন্দিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘ত্রিংশ শতাব্দী’র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, এমপি। এ দিন ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার ৭৬তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।
যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’র মূলকাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্থান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-তিউনিশিয়া-ইয়ামেন-তুরস্ক-মিয়ানমার এবং ফ্রান্স-সিরিয়ায় সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ।
‘ত্রিংশ শতাব্দী’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন- জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঁইয়া, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে ইউরোপের মর্যাদাপূর্ণ নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’তে দু’টি অনবদ্য প্রদর্শনী হয়েছে ‘ত্রিংশ শতাব্দী’র। এরপর ঢাকায় নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)তে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রঙ মহোৎসব-২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের মাধ্যমে স্মরণীয় সাফল্য অর্জন করে স্বপ্নদল।
এলএ