পার্ক স্ট্রিটে গণধর্ষণ : তিন জনের ১০ বছর জেল


প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫

ভারতের কলকাতার পার্ক স্ট্রিটে তিন বছর আগের এক গণধর্ষণের ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালত এ রায় দেন। খবর বিবিসির।

এর আগে বুধবার কলকাতার নগর দায়রা আদালত সুমিত বাজাজ, রূমন খান আর নাসির খান – এই তিনজনকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছিল।

জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাবাস করতে হবে তিনজনকে। এই জরিমানার টাকা নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

তিন জন গ্রেফতার হলেও এখনও মূল অভিযুক্ত কাদের খান ও মুহম্মদ আলি ধরা পড়ে নি। অন্যদিকে মেনিঞ্জো-এনসেফেলাইটিস রোগে ভুগে এবছর ১৩ মার্চ হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতা সুজেট জর্ডনের।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রীট অঞ্চলের একটি নাইট ক্লাব থেকে বেরুনোর পরে সুজেট জর্ডন নামে ৩৫ বছরের এক মহিলাকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়েছিল। ঘটনার পরের দিন ভোরে তাকে গাড়ি থেকে ফেলে দেয় অপরাধীরা।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।