শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন ফকির আলমগীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৪ জুলাই ২০২১

বৃষ্টি মাথায় নিয়েই কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন ভক্ত অনুরাগীরা। আজ শনিবার (২৪ জুলাই) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দেশবরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ।

শনিবার বেলা ১২টার দিকে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে নেয়া হয়।

ফকির আলমগীরকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের সংস্কৃতি ও রাজধানীর মানুষ’সহ সাধারণ মানুষ বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন শহীদ মিনারে।

প্রয়াত শিল্পীর ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, তার বাবার (ফকির আলমগীর) মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় থেকে ১টা পর্যন্ত।

এর আগে আজ সকাল ১১টা খিলগাঁওয়ের পল্লীমা সংসদ মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জোহরের পর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজার পর ফকির আলমগীরকে তালতলা কবরস্থানে সমাহিত করা হবে বলে জানিয়েছে তার পরিবার।

মহামারি করোনায় আক্রান্ত ফকির আলমগীর
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে।

কিংবদন্তি ফকির আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।