ফকির আলমগীরের মৃত্যুতে জনসংযোগ সমিতির শোক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৪ জুলাই ২০২১
বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর

বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জনসংযোগ সমিতি।

সংগঠনের এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর। তার বয়স হয়েছিল ৭১ বছর।

ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ফকির আলমগীর বাংলাদেশ জনসংযোগ সমিতিরও আজীবন সদস্য ছিলেন।

এ গণসংগীতশিল্পীর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।