হার্ট অ্যাটাক হয়েছে করোনায় আক্রান্ত ফকির আলমগীরের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৭ পিএম, ২৩ জুলাই ২০২১

দেশের নন্দিত গণসংগীত শিল্পী ফকির আলমগীর ইউনাইটেড হাসপাতালের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সেখানে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে।

আজ তার হার্ট অ্যাটাক হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছেলে মাশুক আলমগীর রাজীব। আজ শুক্রবার (২৩ জুলাই) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা জানান তিনি।

এর আগে রাজীব আজ বিকেলে জাগো নিউজকে তার বাবার শারীরিক আপডেট জানিয়ে বলেন, ফকির আলমগীরের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন শতভাগ। চিকিৎসক জানিয়েছেন, শিল্পীর ডান ফুসফুস সংক্রমণমুক্ত হয়েছে।

বাম ফুসফুস এখনও ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে। এ কারণে একটু শরীর ডানদিকে নিলে অক্সিজেন স্যাচুরেশন ৭৫ এ নেমে আসে।

এ বিষয়ে চিকিৎসকরা বেশ সচেতন আছেন উল্লেখ করে রাজীব জানান, ফকির আলমগীরের শরীরে ডি-ডাইমার ক্রমশ বাড়ছে।

সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন রাজীব।

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়।

এলএ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।