অপু বিশ্বাস-দিঘীকে নিয়ে ড্যানি সিডাকের চমক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৭ জুলাই ২০২১

এবার ঈদে তারকাবহুল অনুষ্ঠানে সেজেছে বিটিভির অনুষ্ঠানমালা। বাংলাদেশ টেলিভিশন তাদের ঈদের আয়োজনে রেখেছে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে চারটি আড্ডার অনুষ্ঠান। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে ক্রীড়া অঙ্গনের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘কথার মাঠে’।

বাংলাদেশের বিভিন্ন খেলার জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিয়েছেন এ আড্ডামূলক অনুষ্ঠানে। আছেন ক্রিকেটার জাবেদ ওমর বেলিম, ফুটবলার জামাল ভূঁইয়া, মহিলা ক্রিকেটার জাহানারা আলম, ভার উত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং কারাতে খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া।

মাহফুজার রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবাশীষ বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে অনুষ্ঠান ‘সেলিব্রেটি আড্ডা’। এখানে ড্যানি সিডাকের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দিঘী।

jagonews24

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে রিয়েল লাইফ আড্ডামূলক অনুষ্ঠান ‘এসব আমাদের গল্প’। নূর আনোয়ার রঞ্জুর প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন সায়েম সাদেক ও মৌসুমী মৌ। ঘরোয়া আড্ডার ঢংয়ে অনুষ্ঠানটি সাজিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে দেখা যাবে সায়েম সাদেক ও মৌসুমী মৌ নবদম্পতি।

ঈদ উপলক্ষে দুজন দুজনার কাছের স্বজনদের দাওয়াত করেন। একজনের আমন্ত্রিত অতিথি সুজিত মোস্তফা, মুনমুন আহমেদ ও অপরাজিতা মোস্তফা। অন্য একজনের অতিথি নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপু ও ইয়াশ রোহান। লকডাউন ও করোনার কারণে দুপক্ষেরই আসতে দেরি হয়। তদুপরি জমে যায় আড্ডা।

ঈদের ৩য় দিন দুপুর ১২টা ২০ মিনিটে প্রচারিত হবে ফানবিষয়ক আড্ডা অনুষ্ঠান ‘রঙ্গ কথা’। মোকলেছুর রহমান খানের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন অর্চি রহমান ও ইমতু রাতিশ। অনুষ্ঠানে দেখা যাবে কোলাহলময় ইমতু ও অর্চির ড্রয়িংরুম। আমন্ত্রিত অতিথিরা আড্ডায় মগ্ন। এদিকে সরাসরি অনুষ্ঠান আরম্ভ হয়েছে কিন্তু তাদের আড্ডা থামছে না। ঘটে যায় এক অদ্ভুত ও হাস্যরসাত্মক ঘটনা।

এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।