সৌরভ গাঙ্গুলির চরিত্রে রণবীর কাপুর, বাজেট ২৫০ কোটি
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি। তার জীবনী নিয়ে সিনেমা নির্মিত হবে এমন খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। তবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অবশেষে ভারতের 'দাদা' সৌরভ নিজেই এ তথ্যটি নিশ্চিত করলেন৷ ভারতীয় কিছু গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
তারা বলছে, ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ নিজেই তার জীবনী নিয়ে চলচ্চিত্র তৈরির অনুমতি দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ বাংলাকে সৌরভ বলেন, ‘আমি বায়োপিকের ব্যাপারে সম্মতি দিয়েছি। হিন্দি ভাষায় তৈরি হবে এয়ি। তবে এখনই পরিচালক ও কলাকুশলীদের নাম বলা যাচ্ছে না। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’
পরিচালকের নাম জানা না গেলেও বলিউড পাড়ায় গুঞ্জন, প্রখ্যাত অভিনেতা রনবীর কাপুর থাকছেন সৌরভের চরিত্রে। ইতোমধ্যে চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়েছে গেছে।
সৌরভের বায়োপিকটি নির্মাণ করবে প্রখ্যাত প্রতিষ্ঠান ভিয়াকম। বায়োপিকের বাজেট ধরা হয়েছে ২০০ থেকে ২৫০ কোটি টাকা।
সৌরভের বাল্যকাল থেকে শুরু হয়ে বিসিসিআই সভাপতি পদে আসীন হওয়া পর্যন্ত সব উঠে আসবে এই বায়োপিকে।
প্রসঙ্গত, ভারতের সাবেক এই অধিনায়ক বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি।
এলএ/জিকেএস