জানুয়ারিতেই জাতীয় দলে ফিরছেন আমির


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

পাকিস্তান জাতীয় দলের দরজা ধীরে ধীরে যে মোহাম্মদ আমিরের জন্য খুলে যাচ্ছে, তা জানা গিয়েছিল আরও আগে। বিশেষ করে চলতি বিপিএলে। এবার জানা যাচ্ছে, কবে তিনি ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আগামী জানুয়ারিতেই নিউজিল্যান্ড সিরিজে মোহাম্মদ আমিরকে ফেরানোর বিষয়টা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে।’

বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে দুর্দান্ত খেলেছেন আমির। যদিও তার দল সবার আগে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে; কিন্তু ব্যাক্তিগত পারফরম্যান্সে সবাইকে ছাড়িয়ে গেছেন স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া মোহাম্মদ আমির।

আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে গত সেপ্টেম্বরেই। তারও আগে তিনি সুযোগ পেয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ফেরার। গত জানুয়ারিতেই ফিরেছিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে। প্রায় সাড়ে চারবছর পর নিজের সেই ধারালো বোলিংই যেন ফিরিয়ে আনলেন মোহাম্মদ আমির।

যদিও, পাকিস্তানের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটারই মোহাম্মদ আমিরের দলে ফেরার বিপক্ষে। আফ্রিদি, মিসবাহ থেকে শুরু করে অনেকেই জানিয়েছিলেন, নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া কাউকে জাতীয় দলের অন্তর্ভূক্ত করা ঠিক হবে না। এমনকি মোহাম্মদ হাফিজ তো সরাসরিই না করেছেন, আমিরের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করবেন না তিনি। যে কারণে বিপিএলে চিটাগাং ভাইকিংসকে ‘না’ করে দিয়েছিলেন তিনি।

তবে, বিপিএলে এসে দুর্দান্ত বোলিং করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন করে ভাবতে শুরু করেছে মোহাম্মদ আমিরকে নিয়ে। কয়েকদিন আগেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছিলেন, ‘আমিরকে জাতীয় দলে সুযোগ দেয়া উচিৎ।’ এমনকি দলের অন্য ক্রিকেটাররা যাতে বিষয়টাকে ভিন্নভাবে না দেখে, সে জন্য তিনি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।

একই সঙ্গে পাকিস্তানের কোচ ওয়াকার উইনুসও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মোহাম্মদ আমিরের ব্যাপারে। তিনি জানিয়েছিলেন, বল হাতে যে পারফরম্যান্স দেখাচ্ছে আমির, তাতে করে জাতীয় দলে তাকে সুযোগ দেয়া উচিৎ।’

পিসিবি চেয়ারম্যান এবং জাতীয় দলের কোচ ইতিবাচক থাকলেও কবে মোহাম্মদ আমির আবার জাতীয় দলের জার্সি পরে মাঠে নামছেন, সেটা ছিল বেশ অনিশ্চিত; কিন্তু সেই অনিশ্চয়তাও কেটে গেছে। পিসিবির একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরেই দলে ডাক পাচ্ছেন মোহাম্মদ আমির।

একদিন আগেই পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছিলেন, ভারতের বিপক্ষে যদি সিরিজ অনুষ্ঠিত হয় পাকিস্তানের, তবু সেই সিরিজে আমিরের প্রত্যাবর্তন হচ্ছে না। সরাসরিই তিনি জানিয়ে দিয়েছিলেন, ‘ভারত সিরিজে কোনভাবেই বিবেচনায় নেই তার নাম। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনার আগে আমরা তার সঙ্গে বসবো। আলোচনা করবো।’

ওই সময়ই শাহরিয়ার খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে কী আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের সময় ফেরানো হবে তাকে? তখন তিনি বলেছিলেন, ‘হ্যঁ, ওই সিরিজের জন্য আমরা তাকে বিবেচনায় রেখেছি।’

তবে পিসিবি দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে রিপোর্ট নিয়েই মোহাম্মদ আমিরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সেই সিনিয়ররা হচ্ছেন মিসবাহ-উল হক, মোহাম্মদ হাফিজ এবং শহিদ আফ্রিদি। বিপিএলে খেলছেন এই তিন পাকিস্তানি ক্রিকেটার। পিসিবি তাদের কাছে শুনতে চাইবে মোহাম্মদ আমিরের বিষয়ে। যে, তিনি যখন খেলেছেন তখন তার আচার-ব্যবহার কেমন ছিল, কিভাবে ড্রেসিংরুমে অন্যদের সঙ্গে সময় কাটিয়েছেন, কোন খেলোয়াড়ের সঙ্গে ঝামেলা করেছেন কি না, সব বিষয় জেনেই তবে তারা সিদ্ধান্ত নেবে।

সালমান বাট কিংবা মোহাম্মদ আসিফের বিষয়ে কী সিদ্ধান্ত? জানতে চাইলে শাহরিয়ার খান বলেন, ‘তাদের বিষয়েও আমাদের চিন্তা রয়েছে। তারাও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাবে। তবে, তাদেরকে ঘরোয়া প্রথম শ্রেনী এবং অন্যান্য টুর্নামেন্টগুলো খেলতে হবে। একই সঙ্গে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। সময় হলে সব কিছুই তখন জানা যাবে।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।