কলকাতার ছবিতে তুষ্টি


প্রকাশিত: ০৪:২০ এএম, ১৪ নভেম্বর ২০১৪

চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা অল্প হলেও নন্দিত নরকে, লাল সবুজ ও স্বপ্নডানা- এ তিনটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী শামীমা তুষ্টি। দীর্ঘদিন বিরতির পর আবারও চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন তিনি। অবশ্য এবার দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে ভারতের একটি চলচ্চিত্রে অভিনয় করবেন। শিগগিরই এ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার।

তুষ্টি বলেন, এ ছবির বিষয়ে এখনই কিছু বলতে চাই না। এতে আমি ছাড়াও বাংলাদেশী ও ভারতের আরও কিছু শিল্পী অভিনয় করবেন। ছবির নাম ও পরিচালক এর সবই চমকের জন্য রেখে দিয়েছি। আর দীর্ঘদিন পর চলচ্চিত্রে আসছি। সেটাও কোন বিদেশী ছবির মধ্য দিয়ে। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। এক কথায় ভীষণ ফুরফুরে মেজাজে আছি। মঞ্চ, বিজ্ঞাপন ও টিভি নাটকের মধ্য দিয়ে মিডিয়ায় ব্যস্ততার সঙ্গে পথ চলছেন তুষ্টি।

ক্যারিয়ারের শুরুর দিকে শিশু একাডেমি, পিপলস থিয়েটারে কাজ করেছেন। এরপর লোকনাট্যদলের হয়েও মঞ্চে অভিনয় করে আসছেন এ অভিনেত্রী। পাশাপাশি টিভি নাটকেও রয়েছে তার বিচরণ। বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে তুষ্টিকে। এগুলো হলো- প্রজ্ঞা পারমিতা, অলসপুর, ১০০ হাত দূরে থাকুন, নির্বিকার মানুষ, হাটখোলা ও থ্রি কমরেডস।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে তুষ্টি বলেন, অভিনয় আমার কাছে নেশার মতো। মান বজায় রেখে একাধারে অনেক কাজ করতে পারি। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে থাকতে থাকতে এখন মনে হয় অভিনয় ছাড়া আমি বাঁচতেই পারব না।

গত বছর থেকে প্রচারে আসা ‘হরলিক্স’-এর একটি বিজ্ঞাপনে মডেল হয়ে বেশ প্রশংসা পেয়েছেন তিনি। এ ধরনের বিজ্ঞাপনের প্রস্তাব আরও যদি পান তাতে মডেল হবেন বলেও জানান তুষ্টি। অভিনয়-মডেলিংয়ের পাশাপাশি গেল ঈদে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ ঘটে তার। ঈদ উপলক্ষে তুষ্টি নির্মাণ করেন ‘আমার সাথে যাবে’ নামের একটি নাটক। এটি চ্যানেল নাইনে প্রচার হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।