দিলীপ কুমারের সঙ্গে তিনদিন, স্মৃতিচারণ করলেন আলমগীর

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৭ জুলাই ২০২১

ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আর নেই। পুরো বলিউড তাকে হারিয়ে শোকে আচ্ছন্ন। কিংবদন্তি এ অভিনেতা তুমুল জনপ্রিয় ছিলেন বাংলাদেশে।

এদেশের অনেক তারকাই তাকে আইডল মনে করেন। তাকে সম্মান করেন একজন জাত অভিনেতা হিসেবে।

সৌভাগ্যক্রমে দিলীপ কুমারের সান্নিধ্য পেয়েছেন নায়ক আলমগীর। তিনি প্রিয় অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ট্রাজেডি কিংখ্যাত দিলীপ কুমারের আত্মার মাগফিরাত কামনা করে নায়ক অলমগীর বলেন, 'আমার সৌভাগ্য যে দিলীপ কুমারের সঙ্গে তিন দিন কাটানোর সুযোগ হয়েছিল। এমনকি অভিনয়ের নানা টিপসও দিয়েছিলেন আমাকে।'

এ অভিনেতা আরও বলেন, 'দিলীপ কুমার কত বড় ছিলেন সেটা মাপার ক্ষমতা আমাদের থাকা উচিত না, নেইও। একটি কথা বলবো, যেটা বই পড়ে বা বড় গুণী ব্যক্তিদের কথা শুনে জানতে পেরেছি। পৃথিবীতে অভিনয়ের অনেক ধারাই আছে, উনি একটি ধারা আবিস্কার করে অভিনয়টা করতেন। সেটা হলো মেথড অ্যাক্টিং। মেথড অ্যাক্টিংয়ের জনক ছিলেন উনি। আরেকজন বড় অভিনেতা হলিউডের মার্লোন ব্রান্ডোও মেথড অ্যাক্টিং করতেন।

ওনার শুরু ছিল ১৯৫০ সালে। কিন্তু দিলীপ কুমারের শুরুটা ১৯৪৪ সালে। তাই ম্যাথড অ্যাক্টিংয়ের জনক আমার হিসেবে দিলীপ কুমারই।'ল

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।