রাশিফল : ০৯ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:৩২ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

মিথুন : শিল্প সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। যাত্রা ও যোগাযোগ শুভ।

মেষ : ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন। আপনজনরা শত্রুতা করতে পারে। কাজকর্মে অন্যের সহযোগিতা পাবেন। রাত্রের দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন।

বৃষ : শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। ঠান্ডা থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। সন্ধ্যার পরে সময় অনুকূল থাকবে।

কর্কট : আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে পারবেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো যাবে।

সিংহ : প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক তৎপরতা বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।

কন্যা : আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক ভালো যেতে পারে। অধিনস্তদের কাজে লাগাতে পারবেন। কোনো হারানো সম্পদের দখল পেতে পারেন।

তুলা : ভদ্র ও বিনয়ী আচরণ দ্বারা অন্যকে জয় করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করতে পারলে ভালো করবেন। সন্ধ্যার পর শরীর কিছুটা অসুস্থ হতে পারে। সুতরাং জরুরি কাজ সন্ধ্যার আগেই শেষ করুন।

বৃশ্চিক : কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রাখা ঠিক হবে না। পুরনো কোনো জটিল রোগ আবার নতুন করে দেখা দিতে পারে। ঋণগ্রস্ত হওয়ার আশংকা আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

ধনু : বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

মীন : কোনো ধরনের বদনাম রটার সম্ভাবনা আছে। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বীমা কর্মীদের জন্য দিনটি শুভ।

মকর : সাধারণ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

কুম্ভ : বেহেশত দোযখ, পৃথিবীর সৃষ্টি রহস্য প্রভৃতি সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রবাস আনন্দদায়ক হবে। পেশাগত দিক ভালো যাবে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।