ট্যানারি স্থানান্তরে লিগ্যাল নোটিস প্রদানের নির্দেশ


প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

নির্ধারিত সময়ের মধ্যে হাজারিবাগের ট্যানারি স্থানান্তরের জন্য মালিকদের লিগ্যাল নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি মহামান্য আদালতের নির্দেশনা ও বিসিকের সাথে ট্যানারি শিল্প উদ্যোক্তাদের সমঝোতার বিষয়টি উল্লেখ করে দ্রুত ট্যানারি স্থানান্তরের জন্য এ নোটিস প্রদানের নির্দেশনা দেন। একই সাথে যেসব ট্যানারি মালিক সাভারের চামড়া শিল্প নগরীতে নির্মাণ কাজ শুরু করেছেন তাদের আগামী সপ্তাহ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করতে বিসিকের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।

সভায় শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।