শিক্ষকদের ডিবিবিএল মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

ঢাকা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে। বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষার খাতা মূল্যায়নের সম্মানি পরিশোধের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও পরীক্ষার খাতা মূল্যায়নের সঙ্গে জড়িতদেরও অ্যাকাউন্ট খুলতে হবে।  

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ্র জানান, বোর্ডের অধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্নপত্র প্রণেতা (সেটার), পরিশোধক (মডারেটর), পরীক্ষক, প্রধান পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যে কারণে ঢাকা বোর্ডের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের ডাচ বাংলা ব্যাংকের মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেয়া হয়েছে। অ্যাকাউন্ট খুলতে শিক্ষকদের কোনো অর্থ দিতে হবে না।

এনএম/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।