জেমকন ব্যবহার করবে লাফার্জ সিমেন্ট


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫

এখন থেকে দেশের অন্যতম সেরা রিয়েল এস্টেট ডেভলপার কোম্পানি জেমকন সিটি লিমিটেডের সব ধরণের নির্মাণ কাজে ব্যবহার করবে লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট।

সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ সংকান্ত একটি সমঝোতা চুক্তি করেছে। লাফার্জ সুরমা সিমেন্টের  প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ফাইনান্স ডিরেক্টর মাসুদ খান এবং জেমকন সিটির প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ নাঈম আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী জেমকন সিটির সব নির্মাণ কাজে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জ সুরমার সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে।

উল্লে্খ্য, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড বাংলাদেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট এবং কোম্পানিটি মানসম্পন্ন সিমেন্ট বাজারজাত করে আসছে।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।