স্বামীসহ মমতা কুলকার্নি গ্রেফতার


প্রকাশিত: ১২:০১ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

কেনিয়া পুলিশের হাতে প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি ও তাঁর স্বামী গ্রেফতার হয়েছে। শোনা যাচ্ছে, ড্রাগ এনফোর্সমেন্ট সংস্থা ও মোমবাসা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এই দম্পতিকে। ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম এই খবর দিয়েছে।

নব্বইয়ের দশকে বলিউডের কয়েকজন জনপ্রিয় লাস্যময়ীর মধ্যে অন্যতম ছিলেন মমতা কুলকার্নি। তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের বেশ কয়েকজন প্রথম সারির নায়কের বিপরীতে। হঠাৎ তিনি রুপালি দুনিয়া থেকে উধাও হয়ে যান। শেষবার পর্দায় মমতা কুলকার্নিকে দেখা গিয়েছিল দেব আনন্দের `সেন্সর` ছবিতে। ২০০১ সালে মুক্তি পায় সেই ছবি।

চল্লিশের কোঠায় থাকা প্রাক্তন এই নায়িকা বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এখন নাইরোবিতে পাকাপাকিভাবে বাস করেন। দুবাইয়ে বেশ কয়েক বছর সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিস্তরঙ্গ জীবন কাটিয়েছিলেন প্রাক্তন এই বলিউড সুন্দরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।