অল্পের জন্য বাঁচলেন হলিউডের কিংবদন্তি ফ্রিম্যান


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫

হলিউডের জীবন্ত কিংবদন্তি বলা হয় তাকে। তিনি ৭৮ বছর বয়সী অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। ব্যক্তিগত বিমানে চড়ে মিসিসিপি থেকে টেক্সাসে যাওয়ার পথে বিমান দুর্ঘটনা থেকে ভাগ্যের জোরে বেঁচে গেলন তিনি।

জানা যায়, বিমানটি টেক অফের সময় টায়ার উড়ে যায়। মাঝআকাশ থেকে ফ্রিম্যানের বিমানে আরও গোলযোগ দেখা যায়। কিন্তু চালকের ত্ৎপরতায় অক্ষত অবস্থাতেই ফ্রিম্যান মাটিতে নামতে পেরেছেন।

প্রিয় তারকার এমন বিপদের কথা শুনে ভড়কে গেছেন তার ভক্তরা। সেইসাথে হলিউডরে অনেক তারকাও ফ্রিম্যানকে নতুন জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন। কিন্তু নিজে ফ্রিম্যান এই দুর্ঘটনা নিয়ে বেশ মজাই করছেন।

বিপদের সময়ের বর্ণনা দিতে গিয়ে মার্কিন এই তারকা বলেন, ‌‘ভয় পাইনি বলব না। তবে জানতাম এভাবে আমি মরব না। অবশ্যই আমার বিমানের চালককে অসংখ্যা ধন্যবাদ।’
 
এদিকে বিমানের চালক বললেন, ‘টেনশন হচ্ছিল খুব। তবে মাথা ঠান্ডা রেখেছিলাম। তাই এত বড় বিপদ থেকে রক্ষা পেলাম।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।