এবার ২০ সিনেমাকে অনুদান দিল সরকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৫ জুন ২০২১

২০২০-২১ অর্থবছরে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেবে সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুইটি ও সাধারণ শাখায় ১৫টি চলচ্চিত্র রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ বছর অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, গত বছরের চেয়ে এবার সিনেমার সংখ্যা ৪টি বাড়িয়েছে তথ্য মন্ত্রণালয়।

তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে জেড এইচ মিন্টুর পরিচালিত ‘ক্ষমা নেই’ ছবি, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘সাড়ে তিন হাত ভূমি’ এবং উজ্জ্বল কুমার মণ্ডল পরিচালিত ‘মৃত্যুঞ্জয়ী’ ছবি।

এদিকে শিশুতোষ শাখায় অনুদান পাচ্ছে দুটি সিনেমা। এগুলো হলো-এফ এম শাহীন এবং হাসান জাফরুল পরিচালিত ‘মাইক’ এবং লুবনা শারমিন পরিচালিত ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’।

সাধারণ শাখায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে কাজী হায়াৎ পরিচালিত ‘জয় বাংলা’, অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘জামদানী’, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ‘চাঁদের অমাবস্যা’, জয়া আহসান প্রযোজিত মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘পেন্সিলে আঁকা পরী’, অরুণ চৌধুরী প্রযোজিত পরিচালিত ‘জলে জ্বলে’।

অরুণা বিশ্বাসের প্রযোজনা, পরিচালনায় ‘অসম্ভব’, মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ রকিবুল হাসান চৌধুরীর (পিকলু) পরিচালিত ‘দাওয়াল’, খোরশেদ আলম খসরুর প্রযোজিত এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’, ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’, আবদুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোৎস্নায়’, আশুতোষ ভট্টাচার্য (আশুতোষ সুজন) প্রযোজিত ও পরিচালিত ‘দেশান্তর’, ইব্রাহিম খলিল মিশু পরিচালিত ‘দেয়ালের দেশ’, কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) পরিচালিত ‘জলরঙ’ নামের সিনেমাগুলো অনুদান পেয়েছে।

এলএ/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।